সকল মেনু

কুড়িগ্রামে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কৃষি খাস জমিতে নারী কৃষকদের প্রবেশাধিকার বৃদ্ধি করণে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীবিকা ও অক্সফ্যাম এর উদ্যোগে সোমবার জীবিকা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এক আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, প্রকল্প কর্মকর্তা পাপন সরকার, আরডিআরএস এর প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম সহ বিভিন্ন নারী কৃষক সংগঠনের নেত্রীরা। বক্তারা বলেন, ১৯৯৮ সালের কৃষি খাস জমি ব্যবস্থপনা ও বন্দোবস্ত নীতিমালায় বলা আছে সক্ষম পুত্র সহ বিধবা বা স্বামী পরিত্যাক্ত পরিবার খাস জমি পাওয়ার অধিকারের কথা। অর্থাৎ নাবালক পুত্র বা কন্য সন্তানের মাতা হিসেবে কোন নারী খাস জমি পাবেন না। তাই এ নীতিমালায় সক্ষম পুত্রসহ বিষয়টি বাদদেয়ার জন্য নারী কৃষকরা দাবী জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য জানান, এ বিষয়টি আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করবেন এবং এ নীতিমালা সংশোধনের ব্যাবস্থা নেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top