সকল মেনু

কুড়িগ্রামে ৯ উপজেলায় ইউপি সচিবদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ: কুড়িগ্রামের ৯টি উপজেলার ৭২টি ইউপির ইউনিয়ন পরিষদ সচিবরা ৩ দফা দাবীতে সোমবার দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছে। তাদের দাবী সমূহ- পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেল কর্মকর্তার মর্যাদা প্রদান ও সরকারি কোষাগার থেকে সকল সুবিধা এবং শতভাগ বেতন ভাতা প্রদান।  জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিনব্যাপি কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা সংগঠনের সভাপতি হাসান শহীদ সোহরাওয়ার্দী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আব্দুস ছাত্তার, কাওসার আলী, শেখ আলমগীর কবির বাবলু, শফিকুর রহমান, আবুল বাসার প্রমুখ।এসময় বক্তারা বলেন, ৭ মার্চ ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবে সারাদেশের ইউনিয়ন পরিষদ সচিরগণ অবস্থান কর্মসূচি পালন করবে। এরমধ্যে সরকার দাবিপুরণ না করলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মসূচীতে ৯ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিবগণ অংশ নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top