সকল মেনু

বিএনপি’র অভিযোগ সুনির্দিষ্ট নয় : ইসি সচিব

১২.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ ফেব্রুয়ারি : প্রার্থীদের বাধা ও প্রত্যাহারে চাপ দেয়ার বিষয়ে বিএনপির অভিযোগকে ‘ঢালাও ও সুনির্দিষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

বিএনপি চিঠি দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু অভিযোগগুলো ঢালাও। কোনো সুনির্দিষ্ট অভিযোগ নয়। আমাদের কাছে আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি।’

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘দলটির একটি অভিযোগও আসেনি যে, ওই সময়, ওই জায়গায় অমুক ব্যক্তি ওই ঘটনাটি ঘটিয়েছে। আমি বলছি না বিএনপির অভিযোগ ভিত্তিহীন। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে। এজন্য আমি তিনটি তথ্য চাই। কে, কোথায় এবং কখন ঘটিয়েছে।’

‘সুনির্দিষ্ট অভিযোগ’ এলে নির্বাচন কমিশন তা দেখবে এবং ব্যবস্থা নেয়া হবে, বলেন ইসি সচিব।

তিনি বলেন, ‘সব নির্বাচনে ইসির ভূমিকা সব সময় নিরপেক্ষ। ইসি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এ নির্বাচনগুলো পরিচালনা করছে। ইউপি নির্বাচনও সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পরিচালনা করবে।’ বিডি নিউজ।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top