সকল মেনু

সিরাজগঞ্জে মানববন্ধন

index সিরাজগঞ্জ  প্রতিনিধি: পঞ্চগড়ের সন্তগৌড়ী মঠের অধ্যক্ষ শ্রী ভক্তি নিলয় মহারাজ (শ্রী যগেশ্বর রায়) কে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। শনিবার দুপুর ১২ টার দিকে শহরের মুজিব সড়স্থ জেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে এই মানববন্ধন করা হয়।  মানব বন্ধন কর্মসুচীর সাথে একত্বতা প্রকাশ করে কর্মসুচীতে অংশগ্রহন করে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা,ইসকন ও গৌড়ীয় মঠের ভক্তবৃন্দ। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অংকুরজিৎ সাহা নব, সিরাজগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, সহ সভাপতি অ্যাডভোকেট স্বপন মন্ডল,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু,জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার,জেলা বাসদের সমন্মায়ক নব কুমার কর্মকার, জেলা পুজা উদযাপন পরিষদের নেতা  এ্যাডভোকেট কল্যান কুমার সাহা,জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক বিজয় দত্ত অলোক,সঞ্জয় সাহা, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, উদিচী সিরাজগঞ্জ জেলা সংসদ সাধারন সম্পাদক মঈনুল ইসলাম লিমন। সভা পরিচালনা করেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু। এ সময় বক্তারা শ্রী ভক্তি নিলয় মহারাজ কে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার  ও দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী জানান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি রঞ্জিত সাহা শান্ত,কেন্দ্রীয় ছাত্র যুব ঐক্য পরিষদ ও জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক হীরক গুন, জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন,জেলা পুজা উদযাপন পরিষদের নেতা নরেশ ভোমিক,শিবব্রত চৌধুরী শিবু, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক গৌরাঙ্গ ঘোষ,সদস্য সচিব রিংকু কুন্ডু,শহর ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শুভ পোদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top