সকল মেনু

মায়ের ভাষাতেই কথা বলবো

১৭.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২২ ফেব্রুয়ারি : আমরা বাঙালি সব সময় বাংলায় কথা বলবো, মায়ের ভাষাতেই কথা বলে যাবো, মাকে ‘মা’ বলেই ডাকবো- এমনই মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভাষাভিত্তিক দেশ। আমরা আমাদের ভাষাকে ভালোবাসি। আমি ইউনেস্কোকে ধন্যবাদ জানাই আমাদের শহীদদের আত্মত্যাগে সম্মান জানিয়ে তারা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ আন্দোলনের শুরুতেই চারবার কারাবরণ করেন বঙ্গবন্ধু। এছাড়া এ আন্দোলনে প্রাণ বিসর্জনকারী রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। কোনো অর্জনই সহজে আসে না। তাদের রক্তেই আমরা পেয়েছি বাংলা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top