সকল মেনু

গাজীপুরেও আ’লীগের হার

Untitled-12হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ঢাকা: রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল জয়ের পর এবার গাজীপুর সিটি নির্ব‍াচনের জয়ও ঝুলিতে পুরলো সরকার বিরোধী ১৮ দলীয় জোট। আর হারলো ক্ষমতাসীন আওয়ামী লীগ।শনিবার অনুষ্ঠিত গাজীপুর সিটির প্রথম নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী আজমত উল্লাহকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান।অধ্যাপক মান্নানের টেলিভিশন প্রতীক পেয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার ৪৪৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা’র দোয়াত-কলম মার্কায় পড়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৮৬৭ ভোট। ফলে এক লক্ষ ছয় হাজার ৫৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।এমনকি সরকার সমর্থক আজমত হেরে গেছেন বাড়ির পাশের কেন্দ্রেই।শনিবার বিকেল চারটায় গাজীপুর সিটির এই প্রথম নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার ন’ঘণ্টার মাথায় চূড়ান্ত ফল পাওয়া সম্ভব হয়।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফল বলে দেয়, উৎসবের শিকেটা শেষ তক মান্নানের ভাগ্যেই ছিড়েছে।এর আগ পর্যন্ত টানা ভোট গণনা ও ধারাবাহিকত ফল ঘোষণায় সব সময়ই আজমতের চেয়ে এগিয়ে থাকেন মান্নান। ধীরে ধীরে ব্যবধান বাড়তে বাড়তে জয়-পরাজয়ের চিত্রটা পরিষ্কা হয়ে যায়।এর আগে গত ১৫ জুন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সরকার বিরোধীদের নিরঙ্কুশ জয়ের পর গাজীপুরেও বিএনপি সমর্থিত প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত ছিলো বলেই ধারণা করা হচ্ছিলো।তবে নানামুখী নাটক এ নির্বাচনকে জমিয়ে দিয়েছিলো বেশ। শুধু তাই নয়, জয় নিশ্চিত করতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর হোসেনকে জোর করে বসিয়ে দিয়ে বড় নাটকটা তৈরি করেছিলো ক্ষমতাসীনরাই।এছাড়া উভয় পক্ষের দু’শতাধিক সংসদ সদস্য প্রচারণায় নেমে অন্য এক আবহ যোগ করেছিলেন গাজীপুর সিটির নির্বাচনে।কিন্তু শেষ পর্যন্ত সরকার পক্ষের শেষ রক্ষা হয় নি। এখানেও শোচনীয়ভাবে ধরাশায়ী হয়েছে তারা।এর আগে এ সরকারের আমলে অনুষ্ঠিত চট্টগ্রাম ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও সরকার বিরোধী জোট সমর্থিত প্রার্থীর জয় হয়েছিলো। নারায়ণগঞ্জে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে ধরা খেয়েছিলো ক্ষমতাসীনরা।এ সরকারের আমলে তাই কোন সিটি নির্বাচনেই ক্ষমতাসীনদের মুখ রক্ষা হলো না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top