সকল মেনু

সরকারি আদেশ অমান্য করায় সিএনজি চালকের তিন মাসের জেল

৫.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৬ ফেব্রুয়ারি : কাগজপত্রহীন গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও উল্টো রাস্তায় যান চলাচলের অপরাধে চালকদের ১৩টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসব মামলায় কাসেম মাতুব্বর নামে এক চালককে তিন মাসের জেল ও বাকিদের ১৬ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার মগবাজার মোড় এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দস জানান, তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছে।

এ অভিযানে ফুটপাত থেকে ৫০টি দোকানও উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top