সকল মেনু

ক্রীড়া চর্চার শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখবে – পুলিশ সুপার

 
indexদিনাজপুর থেকে মো. নুরুন্নবী বাবু: দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেছেন, ক্রীড়া চর্চার শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখবে। সু-শিক্ষার জন্য নিয়মিত পড়া লেখা পাশাপাশি শিক্ষার্থীদের  ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক চর্চা প্রয়োজ। ১৫ ফেব্রুয়ারী সোমবার সকালে দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৬ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাধারন সম্পাদক মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কাজেম উদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) এন এম নাসিরুদ্দিন। উদ্ধোধনী অনুষ্ঠাটির পরিচালনা করেন দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আক্তার, সুজয় কুমার সরকার, মসিহুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top