সকল মেনু

১১৫ বছর বয়সে ভোট দিতে জাচ্ছে হাসেন বানু

gcc-bg120130706062457হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,গাজীপুর থেকে: জীবনে অনেকবার ভোট দিয়েছেন তিনি। কিন্তু এবারের ভোট দিলেন নগরপিতা নির্ধারণে। গাজীপুরকে সিটি করপোরেশন করায় খুবই খুশি তিনি। তাই সকাল থেকেই ভোট দেয়‍ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন তিনি।

বেলা দেড়টায় নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন ১১৫ বছর বয়সী হাসেন বানু।

পূবাইলের ভাদুর গ্রামের মৃত লতিফ সরকারের স্ত্রী হাসেন বানু বলেন, জীবনে কত বার ভোট দিছি তা মনে নাই, তবে ভোট আসলে ভোট সেন্টারে আসি ভোট দিতে।

বাড়ি থেকে রিকশা করে মেয়ের সঙ্গে ভাদুন উচ্চ বিদ্যালয়ে আসেন হাসেন বানু। সেখানে থেকে নাতি মারুফের কোলে চড়ে ভোটকেন্দ্রে যান তিনি

এ সম্পর্কে মারুফ বলেন, এক সময় নানীর কোলে চরে ভোট কেন্দ্রে গিয়েছিলাম আর আজ নানীকে আমার কোলে করে ভোট কেন্দ্র নিয়ে এসেছি ভোট দেওয়াতে ।

ওই কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষক মহিউদ্দিন জানান, তিনি প্রায় অর্ধশতাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
হাসেন বানুকে সিটি কর্পোরেশনের একমাত্র শতোর্ধ্ব ভোটার বলে মনে হয়েছে তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top