সকল মেনু

চীনে পথচারীদের জন্য “ফোন লেন”

1455385660প্রযুক্তি ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৪ ফেব্রুয়ারি  : চীনের কনকিং প্রদেশে সেখানকার কর্পক্ষ ১০০ ফুট পথকে “সেলফোন লেন” হিসেবে ঘোষণা করেছে। যা চীনে প্রথম সাইডওয়াক লেন। যারা হাঁটতে হাঁটতে মোবাইলে মেসেজ টাইপ করে থাকেন তাদের জন্য পথটি সুবিধাজনক।

অবশ্য চীনের এই পথটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ১৮ নম্বর স্ট্রিটের অনুকরণ। যা পথচারীদের জন্য গতবছরের জুলাইতে চালু করা হয়েছিল।

এর আগে ২০১২ সালে ফিলাডেলফিয়ায় ই-লেন হিসেবে মোবাইল ব্যাবহারকারী পথচারীদের জন্য অনুরূপ লেন তৈরি করা হয়েছিল।

বলাবাহুল্য, মোবাইলে মেসেজ টাইপ করতে থাকা পথচারীরা যাতে চলার পথে কোন খুঁটির সঙ্গে ধাক্কা না লাগিয়ে ফেলে এজন্য এ পথে কোন খুঁটি নেই। কারণ, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ওহিয়ো ইউনিভারসিটির একটি গবেষণায় দেখা গেছে যে, হাঁটার সময় মোবাইলে মেসেজ টাইপ করতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আহত হওয়ার সংখ্যা ১৫০৬।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top