সকল মেনু

প্রধানমন্ত্রী কানিজ ফাতেমার বাসভবনে

58331455288329_1455282339 আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ এ অবিভক্ত বাংলার প্রথম স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী মরহুম সৈয়দ নওশের আলীর কন্যা মরহুম কানিজ ফাতেমা মহসিনার বাসভবনে যান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর মাতা মহসিনা (৯২)শুক্রবার সকালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন।প্রধানমন্ত্রী সেখানে মহসিনার লাশ একনজর দেখে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্তনা দেন।বাংলাদেশে সড়ক ও জনপথ বিভাগের প্রথম চীফ ইঞ্জিনিয়ার মরহুম হাতেম আলী খানের স্ত্রী মহসিনা মৃত্যুকালে ২ পুত্র হায়দার আকবর খান রনো ও বীর মুুক্তিযোদ্ধা হায়দার আকবর খান ঝুনো সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।মহসিনা বাংলাদেশে নারী আন্দোলনের পথিকৃত কবি সুফিয়া কামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top