সকল মেনু

অর্থপাচার রোধে আরও তিন দেশের সঙ্গে চুক্তি

৩.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ ফেব্রুয়ারি : অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আরও তিনটি দেশের সঙ্গে চুক্তি সই করেছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে। নতুন চুক্তি করা তিন দেশ হচ্ছে- নাইজেরিয়া, লেবানন ও কাজাখিস্তান।

এর আগে আরও ৩৮টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি করেছে বিএফআইউ।

চুক্তি মোতাবেক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে এসব দেশ একে অপরকে তথ্য দিয়ে সহায়তা করবে।

সম্প্রতি মোনাকোতে অনুষ্ঠিত এগমন্ট গ্রুপের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলোর সভায় এ সমঝোতা চুক্তি সই হয়।

এতে বাংলাদেশের পক্ষে বিএফআইইউর অপারেশনাল হেড (মহাব্যবস্থাপক) দেবপ্রসাদ দেবনাথ এবং ওই তিন দেশের পক্ষে এফআইইউর প্রতিনিধিরা সই করেছেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top