সকল মেনু

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত-১

images (9)কাঞ্চন কুমার,কুষ্টিয়া থেকে:কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে আব্দুল হালিম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার বিকেল তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, দুপুর একটায় কুষ্টিয়ার ভেড়ামারায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, বিকেল তিনটার দিকে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় জহুরুল ও কাশেম গ্র“পের লোকজন সশস্ত্র অবস্থায় আলম মালিথা গ্র“পের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা আলম মালিথা গ্র“পের আব্দুল হালিমকে কুপিয়ে হত্যা করে। আহত হয় কমপক্ষে ২০জন। আহতরা হলেন, ময়না ডাক্তার (৫০), মোকাম আলী (৪৬), নবিছউদ্দিন মালিথা (৪৫), রবিউল ইসলাম (৪০), ইজাল উদ্দিন (৩৫)। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে, শনিবার দুপুর একটার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারে ভেড়ামারা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুলকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান ও তার ছোট ভাই স্থানীয় মুকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্যামলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাজারে প্রবেশ করে ছাত্রলীগ নেতা টুটুলকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভেড়ামারা পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা বিষয়টি নিশ্চিত করেছেন। যোগাযোগ করা হলে জেলা ছাত্রলীগ সভাপতি আলী মর্তুজা খসরু এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top