সকল মেনু

বাণিজ্যিক ভিত্তিতে পুকুরে ইলিশ চাষ সম্ভব নয়

DN05202011000002_02_LAKSAM_HILSHA_FISHনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৩ উপলক্ষে চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মৎস্য কর্মকর্তারা। শনিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁদপুর মৎস্য গষেষণা ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান, রাকিবুল হাসান, রবিউল আউয়াল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত, চাঁদপুর প্রেস্ ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদল আলম, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় দেশের মৎস্য খাতকে আরো সমৃদ্ধ করতে এবং জেলেদের সার্বিক কল্যাণ বিষয়য়ে আলোচনা করা হয়। এছাড়া দেশীয় মাছ রক্ষায় সাংবাদিকরা মতামত প্রদান করেন। সভায় ইলিশ গবেষক ড. আনিছুল ইসলাম জানান, বাণিজ্যিক ভিত্তিতে নয় সৌখিনতার ভিত্তিতে পুকুরে ইলিশের চাষ সম্ভব। পুকুরে ইলিশ চাষ ব্যায়বহুল, দীর্ঘ ও কষ্টসাধ্য একটি বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top