সকল মেনু

ফরিদগঞ্জে ভুয়া চক্ষু চিকিৎসকের কারাদণ্ড

৭.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৬ ফেব্রুয়ারি : চাঁদপুরের ফরিদগঞ্জে সনদপত্র না থাকায় নজরুল ইসলাম(২৭) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুঁঞা এ দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুঁঞা বলেন, উপজেলা পরিষদের সামনে ‘চশমা সেন্টারে’ দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম ৩শ’ টাকা ফি নিয়ে রোগীর চিকিৎসা দিয়ে আসছিলেন। চিকিৎসক হিসেবে তার কোনো প্রাতিষ্ঠানিক সনদ না থাকলেও তিনি চিকিৎসাপত্রে নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন।

চক্ষু চিকিৎসক হিসেবে সাইনবোর্ডে যেসব অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন, সে সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তার যত ডিগ্রি উল্লেখ করা হয়েছে তার সব কটিই ভুয়া।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দণ্ডপ্রাপ্ত চিকিৎসককে শনিবার সকালে কারাগারে পাঠানো হবে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top