সকল মেনু

বাঘ বাঁচাতে প্রচারাভিযান ‘টাইগার ক্যারাভ্যান’

৫.নিউজ ডেস্ক,  হটনিউজ২৪বিডি.কম ৩ ফেব্রুয়ারি :  সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাঘ রক্ষায় দেশজুড়ে সচেতনতা তৈরিতে দুই বছরব্যাপী প্রচারাভিযান ‘টাইগার ক্যারাভ্যান’। আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সংলাপ ‘টাইগার টক’ এ কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাঘ আমাদের গর্ব-বাঘ সুরক্ষা করব’- এই স্লোগান নিয়ে একটি বাস সারা দেশে ১০০টি স্থানে গিয়ে সুন্দরবন ও বাঘ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করবে।

পাশাপাশি পথনাটকসহ নানা আয়োজনে মানুষের মধ্যে বাঘ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করবে এই ‘ক্যারাভ্যান’। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড ও বন বিভাগের যৌথ আয়োজনে এই প্রচারাভিযান বাস্তবায়ন করবে বেসরকারি সংগঠন ওয়াইল্ডটিম, যারা বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় ২০০৩ সাল থেকে কাজ করছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top