সকল মেনু

ইয়েমেনে সৌদি জোটের হামলায় বিচারপতিসহ নিহত ৮

article_doc__544489328আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৫ জানুয়ারী : সৌদি নেতৃত্বাধীন আরব জোটের প্লেন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় একই পরিবারের আটজন নিহত হয়েছেন। তারা হলেন দেশটির সিনিয়র বিচারপতি এবং তার পরিবারের অন্য সাত সদস্য।

সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, রোববার ঘটনাটি ঘটেছে।

বিচারক ইয়াহিয়া মোহাম্মদ রুবায়েদ ছাড়াও নিহত হয়েছেন তার ছেলে, পরিবারের তিন নারী সদস্য এবং তিন শিশু। এই হামলায় বিধ্বস্ত হয়েছে তাদের ঘর-বাড়িও।

বিচারকের ভাতিজা সম্পর্কের এক আত্মীয় আহমেদ মোহাম্মাদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি জঙ্গিপ্লেন ইয়েমেনের কেন্দ্রীয় মারিব প্রদেশে অন্তত সাত বার, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তা’য়িজে দু’বার এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে পাঁচবার বোমা বর্ষণ করেছে।

গত বছরের (২০১৫ সাল) মার্চ থেকে ইয়েমেনে প্লেন হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষ নিহত ও ১৬ হাজার ব্যক্তি আহত হয়েছেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top