সকল মেনু

ঢাবি থেকে ১৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

Du1453662035নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ জানুয়ারী : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে এই ১৬ জনের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক নূর-ই-ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সির (অন্যের হয়ে পরীক্ষা দেয়া) দায়ে ছয়জন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার দায়ে ছয়জন, যৌন নিপীড়নের দায়ে তিনজন এবং অমর একুশে হলের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুরের দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top