সকল মেনু

পুলিশের সাথে ডাকাতদের গুলিবিনিময়, গুলিবিদ্ধ ২ ডাকাত

kazipur river dakatসিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে ডাকাতির সময় নৌ-ডাকাতদের সাথে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।আটককৃত ডাকাতেরা হলো, মনির হোসেন ও জোয়াদ আলী 
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, যমুনা নদীর সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলে নৌ-ডাকাতি রোধে নদীপথে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবারও টহল দিচ্ছিল পুলিশ। রাত সাড়ে নয়টার দিকে উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের লক্ষিপুর নামক স্থানে যমুনা নদীতে সরিষাবাড়ির পিগনা হাট ফেরত নৌকায় ডাকাতির উদ্যেশ্যে নৌ-ডাকাতেরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতেরা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দু-পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে প্রায় ১০ ডাকাত গুলিবিদ্ধ হলে তারা পিছু হটে।
এসময় পুলিশ তাদের ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় মনির হোসেন ও জোয়াদ আলী নামে দুই ডাকাতকে আটক করে।
আটককৃতদের প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্র চিকিৎসা প্রদান করা হয়। পরে মনির হোসেনের অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top