সকল মেনু

সেনাবাহিনীর গুলিতে ৩ মুরসি সমর্থক নিহত

Protestbg20130705091159আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে মিশরের রাজধানী রিপাবলিকান গার্ড সদর দপ্তরের কাছে জড়ো হওয়া মুরসি সমর্থকদের ওপর গুলি চালিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সেনাবাহিনীর গুলিতে ৩ মুরসি সমর্থক নিহত ও অনেকে আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মুরসির রাষ্ট্রপ্রধান পদের বৈধতা রক্ষায় শুক্রবারের জুমার নামাজের পর রাজধানীর নাসর সিটির কাছে রাব্বা আল-আদইয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ব্রাদারহুড সমর্থকরা।

এ সময় তারা চিৎকার দিয়ে বলেন, “রিপাবলিকান গার্ড বিশ্বাস ঘাতক! মুরসি আমাদের প্রেসিডেন্ট!”

সংবাদ মাধ্যম জানায়, রিপাবলিকান গার্ডের সদরদপ্তরের সামনে মুরসির একটি ছবি ঝোলানোকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।

সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজধানীর এ সংঘর্ষের খবর দেশজুড়ে ছড়িয়ে পড়লে ভয়াবহ সহিংসতা দেখা দিতে পারে দেশটিতে।

উচ্চকক্ষ বিলুপ্ত
এ দিকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির অন্তবর্তী সরকার প্রধান ‍আদলি মনসুর।

শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর নিশ্চিত করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top