সকল মেনু

কুমিল্লা লালমাই পাহাড়ে প্রাইমারী স্কুল উদ্ভোধন

indexকুমিল্লা প্রতিনিধি: শিক্ষা জাতির মেরুদন্ড। জাতিকে সঠিক পথে নিয়ে আসতে হলে প্রয়োজন শিক্ষা। শিক্ষা ছাড়া কোন দেশের কোন জাতি কখনই দাঁড়ানো সম্ভব নয় ।শিক্ষার গুণগত মানের বিতর্ক অব্যাহত রেখেও গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ও জাপান যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ লালমাই পাহাড়ে রতনপুর পাহাড়ী এলাকায় মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুল উদ্ভোধন করেন করেন জাপানের ওনেসি এবং মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুলের উদ্যোগতা তারিকুল ইসলাম মজুমদার। জানা য়ায়,কুমিল্লা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার সদর দক্ষিণ লালমাই পাহাড়ের আকাঁবাঁকা পথ দিয়ে পাহাড়ে মাঝখানে রতনপুর গ্রামে ৪০শতক জায়গায় এই স্কুল করা হয়।এই স্কুলের ১জন অধ্যক্ষসহ দুই সহকারী শিক্ষক রয়েছে। এ বছর থেকে প্রথম শ্রেণী চালু করা হয়ে ২০ জন ছাত্র-ছাত্রী দিয়ে। আগামী বছর থেকে দ্বিতীয় শ্রেণী ভর্তিসহ আরো শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা যায়। এই স্কুলটি বছরে ৬ মাস পর পর পরিদর্শে আসবে জাপানীরা। সর্ম্পূণ বিনা পয়সা গরীব ছাত্র-ছাত্রীরা এখানে লেখা পড়ার সুযোগ পাবে জানান বিদ্যালয়ে উদ্যোগতারা। মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারী স্কুলের উদ্যোগতা তারিকুল ইসলাম মজুমদার জানান,লালমাই পাহাড়ারে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে জাপান এবং বাংলাদেশ যৈাথভাবে সর্ম্পূণ বিনা খরচে গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার জন্য আমি ৪০শতক জায়গায় দেই। তিনি বলেন,জাপানীরা বছরে দুই বার এসে স্কুলটি পরিদর্শন করে যাবে। এই জায়গায় আরো একটি ভোকেশনাল স্কুল করার পরিকল্পনা আছে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষা হচ্ছে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এজন্য আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আরো একটি বিষয় স্মর্তব্য, শুধু যেন-তেনভাবে শিক্ষা বিস্তার করা হলেই জাতি প্রকৃত শিক্ষিত হতে পারবে না। এজন্য অবশ্যই মানসম্পন্ন শিক্ষার দরকার। আগামীতে আমরা একটি শিক্ষিত জাতি উপহার পাব, এতে কোনো সন্দেহ নেই। আমাদের শিক্ষা খাতে বিনিয়োগ আরো বাড়াতে হবে। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের সমাজের বিত্তবানরা স্কুল-কলেজ প্রতিষ্ঠায় অনেক আগে থেকেই ভূমিকা রেখেছেন। দেশের বর্তমানে যেসব প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান দেখা যায়, তার বেশির ভাগই বিত্তবানদের হাতে তৈরি। তারা এজন্য অর্থ দিয়েছেন, জমি দিয়েছেন। আমাদের দেশে সরকারি স্কুল বা কলেজের ধারণাটি সম্পূর্ণ নতুন। আগে বিত্তবানরাই স্কুল-কলেজ নির্মাণ করতেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top