সকল মেনু

মো. আনিসুর রহমান পাচ্ছেন ‘পিপিএম’ পদক

SP_Jessore_618125284 যশোর,প্রতিনিধি: রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতির পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত হয়েছেন যশোরের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।

২৬ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পরিয়ে দেবেন।

একই দিন যশোরে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হায়দার আলীকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী।

পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের একাধিক সূত্র বিষয়টি হটনিউজ২৪বিডি.কমকে  নিশ্চিত করেছে।

সূত্রগুলো আরও জানায়, ২০১৫ সালে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলার মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১০২ সদস্যকে পুলিশের বিভিন্ন পদকের জন্য মনোনীত করা হয়েছে।

পিপিএম পদক মনোনীত যশোরের এসপি মো. আনিসুর রহমান ২০তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে চাকরিতে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের বাসিন্দা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top