সকল মেনু

বেনাপোলে ১ কোটি ১৫ লাখ টাকা থান কাপড় উদ্ধার

index  যশোর প্রতিনিধি: মধ্যরাতে যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা বেনাপোল সীমান্ত সংলগ্ন শিকড়ী বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী ও শাটিং থান আটক করেছে। তবে কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, তার নেতৃত্বে একটি টহল দল মধ্যরাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত সংলগ্ন শিকড়ী বটতলা নামক স্থানে ওৎ পেতে থাকে।

এক পর্যায়ে ভারত হতে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনিত চোরাচালানী পন্যসহ একটি গ্রুপকে চ্যালেঞ্জ করে, এ সময় চোরাকারবারীরা পন্য ফেলে পালিয়ে যায়। তখন ব্যাটালিয়নের সদস্যরা চোরাকারবারীদের ফেলে যাওয়া চোরাচালানী পন্যের গাইট খুলে ৯৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৯৭৪ টি ভারতীয় উন্নতমানের শাড়ী ও সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের ৩৩ টি শাটিং থান আটক করে। আটককৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top