সকল মেনু

মেডিসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

M-Bazarমৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার সদর উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার-সিএইচসিপিদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও ল্যাবরেটরী মেডিসিন বিষয়ে শুক্রবার ৫ জুলাই ১৩ দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার শহরে অবস্থিত দি ইউনাইটেড কমপ্যাথ এন্ড মেডিকেল সার্ভিসেস এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
সকাল ১০টায় দি ইউনাইটেড কমপ্যাথ এন্ড মেডিকেল সার্ভিসেস এরহ ল রুমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সদর উপজেলার ২৬জন সিএইচসিপি অংশ গ্রহন করেন।মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ইয়াহইয়া এবং বিএমএ মৌলভীবাজার শাখার সভাপতি ডাঃ মোঃ শাব্বির হোসেন খান প্রশিক্ষণ প্রদান করেন।
২০১২ সালে ইউনাইটেড কমপ্যাথ কমিউনিটি ক্লিনিকের কর্মীদের মধ্যে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক বিতরণ করেছিল; সেই অনুষ্ঠানে “কমিউনিটি ক্লিনিক প্রজেক্ট” এর প্রজেক্ট ডিরেক্টর মাখদুমা নার্গিস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সেবাদানের ক্ষেত্রে মৌলভীবাজার জেলার কমিউনিটি ক্লিনিকগুলো সারা দেশে দৃষ্টন্ত স্থাপন করেছে। ইতিপূর্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন মোবারকপুর কমিউনিটি ক্লিনিকে দেশের সর্বপ্রথম নিরাপদ প্রসব সম্পাদিত হওয়ার পরিরেক্ষিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশ সফরে আসেন এবং মোবারকপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
এছাড়াও, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে ৩টি টুইন প্রেগন্যান্সি সহ দুই শতাধিক নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে। যা ঈর্ষনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে সারাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top