সকল মেনু

নরসিংদীতে সাতদিন ব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু

Untitled_0009নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সাতদিন ব্যাপী ফল ও বৃক্ষমেলা। শুক্রবার বিকালে শহরের মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে “গাছ লাগিয়ে ভরব দেশ বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: ওবায়দুল আজম। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদীর উপ-পরিচালক মো: মুকছেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা: সুরাইয়া বেগম, বিভাগীয় বন কর্মকর্তা মো: আবু নাসের খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ নিয়ে মোট ৩০টি স্টল অংশগ্রহন করছে। এর আগে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলার কৃষি কর্মকর্তা ও কৃষকদের অংশগ্রহনে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top