সকল মেনু

যাহা গাড়ি তাহাই স্পিডবোট

Untitled-14ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটারকার নির্মিত নতুন উভচর যান ‘প্যানথার’ স্থলে যেমন জলেও তেমন।উচ্চগতিসম্পন্ন এই উভচর যান স্থলে ঘণ্টায় ৮০ মাইল আর পানিতে ৪৫ মাইল বেগে চলতে পারে।জিপ সদৃশ অভিনব এই উভচর যানের গাড়ি থেকে স্পিড বোট হতে সময় লাগে মাত্র ১৫ সেকেন্ড।পানিতে প্যানথার যে গতিতে চলতে পারে সেটি যে কোনো স্পিডবোটের সমান।

উভচর এই যানটিতে তিন দশমিক সাত লিটারের ভি৬ ইঞ্জিন লাগানো হয়েছে। আর এর কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে হালকা ইস্পাতের কাঠামো। ফলে ১৫ ফুট দৈঘ্যের এই উভচর যান খুব সহজেই পানিতে ভাসতে পারে।

প্যানথারকে স্থল থেকে জলে নামাতে চালককে শুধুমাত্র গিয়ার চেঞ্জার নিউট্রাল করে একটি বোতামে চাপ দিতে হবে। এতে স্বয়ংক্রিয়ভাবেই চাকা ভেতরের দিকে চলে যাবে এবং জিপ স্পিডবোটে পরিণত হবে।

অভাবনীয় এই উভচর যানটির দাম মাত্র ৮৯ হাজার ডলার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top