সকল মেনু

মাগুরায় এইচআইভি এইডস প্রতিরোধে শিক্ষক কর্মশালা

32404_1মাগুরা প্রতিনিধি: মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্প্রসারিত এইচআইভি ও এইডস প্রতিরোধ বিষয়ক ২ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।

সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় গ্লোবাল ফান্ডের অর্থায়নে বে-সরকারি স্বেচ্ছা সেবী সংস্থা পায়াক্ট বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক ও প্রশিক্ষণের সমন্বয়ক মোঃ জিয়াউদ্দিন উপস্তিত ছিলেন।

প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এ লক্ষ্যে জেলার চার উপজেলানর ৭শ জন শিক্ষককে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ মধ্যে সদর উপজেলায় ৮টি ব্যাচে ৩শ জন, শ্রীপুরে ৪টি ব্যাচে ১২৫ জন, শালিখায় ৪ টি ব্যাচে ১২৫ জন ও মহম্মদপুরে ৫ টি ব্যাচে ১৫০ জন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top