সকল মেনু

রংপুরে ২টি ট্রাক ও ৭টি অটো রিকসা ভাংচুর

Bogra-Strike-300x304রংপুর অফিস:রংপুরে ২টি ট্রাক ও ৭টি অটো রিকসা ভাংচুরের মধ্যদিয়ে শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এদিকে কারমাইকেল কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৫ জনের বিরুদ্ধে বুধবার বিস্ফোরণ আইনে মামলা হয়েছে।হরতাল চলাকালে রংপুরের হাজিরহাট এলাকায় শিবিরকর্মীরা ২টি ট্রাকের গ্লাস ভাংচুর করে । এছাড়া দর্শনা, মর্ডান মোড়, সাতমাথা এলাকায় ৭টি ব্যাটারি চালিত অটো রিকসা ভাংচুর করে। এছাড়া হরতালে দোকানপাট, অফিস আদালত, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা খোলা ছিল। দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও অন্যান্য যানবাহন ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।এদিকে, মঙ্গলবার রাতে শিবিরনেতাকর্মীরা কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশ রাতেই দর্শনা লালবাগ ও শাপলা চত্বর এলাকা থেকে শিবিরের শফিকুল ইসলাম, আলিফ রেজা, ফারুখ হোসেন, আসাদুজ্জামান ও হাবিবুর রহমানকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই কারমাইকেল কলেজে ছাত্র।

এব্যাপারে রংপুর কোতয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, বিশৃংখলাকারিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top