সকল মেনু

নাটোরের সিংড়ায় হুমকির মুখে দেড় শতাধিক শিক্ষার্থীর জীবন

NATORE_ 03.07.13-1মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে:নাটোরের সিংড়ার লালুয়া পাঁচপাকিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৫৭ জন শিক্ষার্থীর জীবন এখন হুমকির মুখে। দীর্ঘদিনের পুরাতন ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুকিপূর্ণ অবস্থায় চলছে পাঠদান। নাটোরের সিংড়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লালুয়া পাঁচপাকিয়া গ্রামে ১৯৯০ সালে লালুয়া পাঁচপাকিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে সেটিকে সরকারী করণ করা হয়। শুরু থেকে প্রতিষ্ঠানটি এলাকার নিরক্ষর পরিবারে আলো ছড়িয়ে আসছে কিন্তু প্রতিষ্ঠানের বেহালদশার কারনে ওই শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্থ হচ্ছে। আশপাশের চারটি গ্রামের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করার জন্য এই বিদ্যালয়ে আসে। দীর্ঘদিনের পুরাতন ভবন হওয়ায় ভবনের প্রতিটি কক্ষই এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কক্ষের দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল । এমনকি দেয়ালের ফাঁক দিয়ে ওপারেও দেখা যায়। স্থানীয় গ্রামবাসী জানায়, অনেক দিন হল স্কুলটি এভাবে অযতেœ পড়ে আছে। কোন রকম সংস্কার হয় না। এর মাঝেই ঝুকি নিয়েই স্কুলে পাঠদান চলে। অভিভাবকরা জানান, যে আশায় তারা তাদের শিশুদের বিদ্যা অর্জনের জন্য স্কুলে পাঠান। স্কুল ভবনের করুন দশার কারণে তাদের ছেলে-মেয়েদের তারা আর স্কুলে পাঠাতে রাজী নন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বলেন, প্রতিষ্ঠানের ভবনটি অনেক পুরাতন হওয়ায় এর প্রতিটা কক্ষে ফাটল দেখা দিয়েছে। সংস্কারের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও এর কোন ফল হয়নি। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই কক্ষে পানি জমে যায়। পানিতে ভিজে অফিসের অনেক প্রয়োজনীয় কাগজ-পত্র ও আসবাব-পত্র নষ্ট হয়ে গেছে। স্কুলভবনে পাঠদান ঝুকিপূর্ণ হয়ে পরায় যে কোন সময় মাথার ওপর ভবনের ছাদ ভেঙ্গে পরতে পারে বলে শিক্ষক আর অভিভাবকরা মনে করছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top