ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রামঃছাত্র শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে কুড়িগ্রামে ছাত্রলীগ মিছিল ও সমাবেশ করেছে। সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে হরতাল বিরোধী মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ঘোষপাড়ায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁদ, ছাত্রলীগের থানা সভাপতি রনি, সম্পাদক কাজি, পৌর সম্পাদক রাজু ও কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা সম্পাদক রনি প্রমূখ।