সকল মেনু

নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালী, ১৮ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : নাশকতার ও সহিংসতার আশঙ্কায় নোয়াখালীর বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার (রিভিউ) রায়কে কেন্দ্র করে এ সিন্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা শহর মাইজদীতে অতিরিক্ত আরো এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সেনবাগ, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহে আলম জানান, আইন-শৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষায় এবং নাশকতা প্রতিরোধে বুধবার সকাল জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top