সকল মেনু

ডেসটিনির পরিচালক শিরিন চার দিনের রিমান্ডে

Destiny_logoআদালত প্রতিবেদক:অর্থ পাচার মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক শিরিন আক্তারকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শিরিন আক্তার এ মামলার এজহার নামীয় আসামি। ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন গতকাল মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এ আসামিসহ ডেসটিনির ২২ পরিচালক ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ১১শ ৭৮ কোটি ৬১ লাখ টাকার অধিক পাচার বা স্থানান্তর করেছিলেন। টাকা পাচারের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার জন্য এ আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। দুদকের আইনজীবী কবির হোসেন আদালতকে বলেন,‘ এ আসামিসহ অপর আসামিরা জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা পাচার করেছেন। টাকা পাচারের সঙ্গে আর যারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে আসামিকে রিমান্ডে নেয়া প্রয়োজন।’ আসামির আইনজীবী শিরিনের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিকে চার দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন। সাড়ে তিন হাজার টাকা পাচারের অভিযোগ এনে ডেসটিনির ২২ পরিচালকের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় গত বছরের ৩১ জুলাই দুটি মামলা করে দুদক। ডেসটিনির বৃক্ষরোপন কর্মসূচি প্রকল্প থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা এবং ডেসটিনির মাল্টিপারপাস কোম্পানির একাউন্ট থেকে ১ হাজার ৯শ ৩৫ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এ দুটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন ডেসটিনির ব্যাবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং ডেসটিনির পরিচালক কর্ণেল (অব.) দিদার হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top