সকল মেনু

বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২০ আগস্ট

bnp1আদালত প্রতিবেদক:পুলিশের কর্তব্য কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১শ ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামি ২০ আগস্ট ধার্য করেছে আদালত। আঠারো দলী জোটের নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করে পুলিশ। ঢাকার দ্রুত বিচার আদালত-৬ এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন। এ মামলায় হাজিরা দেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ এক’শ এক জন আসামি। এ ছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকসহ অপর আসামিদের পক্ষে সময় আবেদন করেন তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া। আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন। দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় গত ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষের দিকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ প- হয়ে যায়। এ মমালায় সাক্ষী করা হয়েছে ৪২ জনকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top