সকল মেনু

আট আসামিকে ৮ জুলাই আদালতে হাজির করার নির্দেশ

আদালত প্রতিবেদক:বিশ্বজিত হত্যা মামলা আসামিদেরকে আগামী ৮ জুলাই আদালতে উপস্থিতিরি জন্য নির্দেশ দিয়েছে 2013-03-05-19-57-36-51364e30bfbb3-untitled-4আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। এ আদালতের বিশেষ পিপি এস এম রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন,‘মামলার নথি আমরা হাতে পেয়েছি। বিচারক আগামী ৮ জুলাই কারাগার থেকে আট আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। ওই দিন মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করবে আদালত। ’ গত ৩০ জুন এ মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এ আদালতে বদলি হয়। দ্রুত বিচার আইনের বিধান অনুযায়ী মামলার বিচারকাজ ১শ ৩৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। গত ১৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অধিবেশন-১ এ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ বদলির এক প্রজ্ঞাপন জারি করে। গত ২ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক এ মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এ মামলার ২১ আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার কর্মী। এ মামলায় ১৩ আসামি পলাতক রয়েছেন। মামলার আট আসামি যারা কারাগারে আছেন তারা হলেন- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক, রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম, কাইয়ুম মিয়া টিপু ও গোলাম মোস্তফা। গত ৫ মার্চ এ হত্যা মামাটিতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম। গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নীরিহ দর্জি ব্যবসায়ী বিশ্বজিত দাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top