সকল মেনু

ক্রীড়াবিদ সংবর্ধনা

Bogra-map_2428বগুড়া অফিস:বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত মঙ্গলবার বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মহিলাসহ ৬ জন সাবেক ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন’র সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডাঃ মকবুল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম’র ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান, দৈনিক করতোয়ার সহকারি সম্পাদক যাহেদুর রহমান যাদু, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুক্তা প্রমুখ।আলোচনা সভার আগে বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে ফিরে আসে। পরে ক্লাব মিলনায়তনে সাবেক ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে যে সব সাবেক ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন, সাবেক কৃতি ফুটবলার শাহজাহান আলী, সাবেক ক্রিকেটার সৈয়দ রশিদুন্নবী অনু, হকি খেলোয়াড় মীর্জা মতিয়ার রহমান মতি, জাতীয় ভলিবল খেলোয়াড় নুরুল আলম টুলু, সাবেক ক্রীড়াবিদ রনক ইসলাম (টুটুল), নারী ক্রীড়াবিদ আকিমুন নেছা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top