সকল মেনু

বিধি হাতে পেলেই সাভার পৌর নির্বাচনের তফসিল : সিইসি

সিইসি কাজী রকিবুদ্দিন আহমেদ -ফাইল ফটো
সিইসি কাজী রকিবুদ্দিন আহমেদ -ফাইল ফটো

ঢাকা, ১৪ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : নির্বাচনী বিধি নির্বাচন কমিশনের (ইসি) হাতে না আসা পর্যন্ত সাভার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবুদ্দিন আহমেদ।
শনিবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে এ কথা জানান সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিধি এখনো মন্ত্রণালয়ে আছে, ল মিনিস্ট্রিতে। এটা না আসলে আমরা কোনো কাজ করতে পারছি না। ওটা আসলে কাজ হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ সময় মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এ ছাড়া দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এমনকি কোনো কর্মকর্তা মাঠে গিয়ে যদি কাজ না করেন তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ নির্বাচন কর্মকর্তা।
এ সময় সিইসির সঙ্গে ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহা আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়াসহ আরো অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top