সকল মেনু

সামরিক অভ্যুত্থান সমর্থন করবে না মিশরের বিরোধীদলগুলো

ecf2aa4a20a72175f518186e439938a9_xl.thumbnailআর্ন্তজাতিক ডেস্ক: মিশরে সামরিক অভ্যুত্থান সমর্থন করবে না দেশটির বিরোধীদলগুলো। মিশরের প্রধান বিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্ট বা এনএসএফ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছে।

ফ্রন্ট আরো বলেছে, সামরিক বাহিনী চলমান সঙ্কট সমাধানের জন্য সরকারকে যে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে তার প্রতি তাদের আস্থা রয়েছে এবং তারা মনে করে না এর মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে।

এনএসএফ’র বিবৃতিতে বলা হয়েছে, ২০১২ সালের ২২ নভেম্বর জোট গঠনের পর থেকে তারা বেসামিরক, আধুনিক ও গণতান্ত্রিক মিশর গড়ে তোলার অঙ্গিকার নিয়ে কাজ করে যাচ্ছে। সেনাপ্রধানের গতকালের বিবৃতি সম্পর্কে এনএসএফ বলেছে, এ বিবৃতিতে প্রতিফলিতি হয়েছে যে, সামরিক বাহিনী রাজনীতিতে জড়াতে কিংবা রাজনৈতিক ভূমিকা পালন করতে চায় না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top