সকল মেনু

বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন

jessore mapরিপন হোসেন, যশোর থেকে:চলতি বছরের মার্চ হতে অদ্যবধি বকেয়া বেতন প্রদান, দুটি উৎসব ভাতা প্রদান, স্কেল ভিত্তিক বেতন কাঠামো প্রণয়ন, বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন প্রণয়ন, প্রাণী সম্পদ অধিদপ্তরে ব্যাপক জনবলের ঘাটতি পূরনের জন্য এক হাজার ৩৪ জন কর্মচারীকে জাতীয় করণের আওতায় নেয়ার এই ৫ দফা দাবিতে বাংলাদেশ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কর্মচারী কল্যাণ পরিষদ খুলনা বিভাগীয় কমিটি এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার যশোর প্রেসক্লাবের সামনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয় । এর আগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উক্ত কমিটি। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত কমিটির সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক গোলাম হায়দার, সাংগঠনিক সম্পাদক রাশিদুর রহমান লিটন, সহ-সভাপতি জাভেদ ইকবালসহ খুলনা বিভাগের ৫টি জেলার সভাপতি ও সম্পাদকবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানায়, আগামী ২০ জুলাই এর মধ্যে তাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top