সকল মেনু

বিদ্রোহের ১৫৮তম বর্র্ষ পালিত

20121202055659_jayporhat-2-12এসএস মিঠু , জয়পুরহাট থেকে : নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার মহীপুর আদিবাসী পল্লীতে সাঁওতাল বিদ্রোহের ১৫৮তম বর্ষ উদযাপিত হয়েছে।সাঁওতাল বিদ্রোহের মহানায়ক সিঁধুÑকানু ম্মরণে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে বিকাল থেকে দিবসটি উদযাপনে নানা অনুষ্ঠান শুরু হয় ।

আদিবাসী নারী কল্যাণ সংস্থা,আদিবাসী ছাত্র পরিষদ ও মহীপুর আদিবাসী সাংস্কৃতিক পরিষদের যৌথ উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঢাকা নটরডেম কলেজের অধ্যাপক ম.নূরুন্নবী,আদিবাসী নেতা বাসন্তী মূর্মু প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দলের শিল্পীরা নৃত্য-গীত পরিবেশন করে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top