সকল মেনু

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১২

imagesমোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে :নাটোর সদর উপজেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ের খেলায় সংঘর্ষে কমপক্ষে ১২জন আহত হয়েছে। তাদের মধ্যে মারাত্মক আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজীগঞ্জ গাবতলী স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হয়বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কালীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করলে দু’দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খেলা শেষে বিজয়ী দল হয়বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় ও সমর্থকরা কয়েকটি নসিমন ভাড়া করে বাড়ি ফেরার পথে লক্ষীপুর বাজারে পরাজিত প্রতিপক্ষ দলের সমর্থকরা তাদের গাড়ি থামিয়ে লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালালে বিজয়ী দলের লোকজন প্রাণ ভয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় হামলায় বিজয়ী দলের কয়েকজন খেলোয়াড় সহ কমপক্ষে ১২জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজন শামিম-১, সুমন, আবু তালেব, আলামিন ও শামিম-২ কে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে শামিম এবং সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top