সকল মেনু

রংপুর নার্সিং কলেজে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

RANGPUR  PHOTO...01.07.13copy copyরংপুর অফিস:রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে গতকাল সোমবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছে। কলেজ ক্যাম্পাস চত্বরে আমরণ কর্মসুচি চলাকালে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নার্সিং কলেজ সংগ্রাম পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোস্তফা মনোয়ার, নূরুন্নবী সরকার, সদস্য সচিব শামিমা আক্তার, রাবেয়া বাসুরী মোস্তফা মনোয়ার প্রমুখ। বক্তারা তাদের দাবি সমুহ মেনে নেওয়ার দাবি জানান। তা না হলে অনশন চলবে থাকবে বলে জানায়।

৬ দফা দাবির মধ্যে রয়েছে, নার্সিং পেশার মান উন্নয়নে ৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স শেষে নূন্যতম ৬ মাস থেকে ১ বছর মেয়াদী ইন্টার্নিশীপ চালু, শিক্ষার্থীদের প্রতি মাসের বৃত্তি বা স্টাইপেন্ডের পরিমাণ বৃদ্ধি করে মাথাপিছু ৩ হাজার টাকায় উন্নীত করণ, বিএসসি ইন নার্সিং কোর্স শেষে মাষ্টার্স কোর্সসহ উচ্চতর শিক্ষা গ্রহণের সুব্যবস্থা করা, বিশেষ বিসিএস-এর ব্যবস্থা করণসহ চাকুরীর নিয়োগ বিধি প্রকাশ করা, পৃথক সেবা অনুষদ গঠন করা, ক্লিনিক্যাল প্রাকটিসের সুবিধার্থে প্রাকটিসের সময় নির্ধারিত ইউনিফরমের উপর প্রোটেকটিভ ক্লথ এপ্রোণ পরিধানের অনুমতি দেওয়া ও পৃথক সেবা অনুষদ গঠন করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top