সকল মেনু

কুষ্টিয়া সরকারী কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ’র রুমে হামলা

kustiaকাঞ্চন কুমার,কুষ্টিয়া:কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় বিক্ষুব্ধ ছাত্রলীগ ক্যাডাররা কলেজ’র অধ্যক্ষ ও উপাধ্যক্ষ’র রুম ভাংচুর করেছে । সোমবার সকাল সাড়ে দশটায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীর ভাষ্যমতে, সোমবার সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া সরকারী কলেজ অডিটোরিয়ামে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান হওযার কথা ছিল। ঐ অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগ নেতাদের দাওয়াত না দেয়ায় তারা অধ্যক্ষে প্রফেসর বদরুদ্দোজা’র রুমে হামলা চালিয়ে জানালা-দরজার গ্লাস,কক্ষের চেয়ার ও টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। একই সময় ক্যাডারদল উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী’র রুমেও হামলা চালিয়ে বিভিন্ন অসবাবপত্র ভাংচুর করেছে। সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় বর্তমানে কলেজে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নির্ধারিত নবীনবরন অনুষ্ঠানটিও পন্ড হয়ে গেছে। এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান,কলেজ ছাত্রলীগের কয়েকজন সদস্য দুটি রুমে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ বিষয়ে কলেজ কর্র্তৃপক্ষ থানায় অভিযোগ দিলে তদন্ত করে ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতি নিরসনে একাডেমীক কমিটির জরুরী মিটিংএ তিনি ব্যস্ত থাকায় কথা বলতে পারছেন না বলে জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top