সকল মেনু

আজ পহেলা জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

DU-Dayসোহেল রানা: আজ পহেলা জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের এই দিনে থেকে ১২টি বিভাগে ১১০৫ জন শিক্ষার্থী এবং তিনটি আবাসিক হল নিয়ে পথচলা শুরু করে বিশ্ববিদ্যালয়টি।
৯২ বছর পূর্ণ করে শত বছরের দ্বারপ্রান্তে দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী পালিত হচ্ছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জমায়েত, জাতীয় পতাকা ও হলসমূহের পতাকা উত্তোলন, কেক কাটা এবং র‌্যালি। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বরে এসব কর্মসূচির উদ্বোধন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top