সকল মেনু

ব্যবসা সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ব্যবসা সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ
ব্যবসা সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ডুয়িং বিজনেস (ব্যবসার পরিবেশ)-২০১৬ প্রতিবেদনে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪তম।
গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৭২ নম্বরে।বুধবার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬’-তে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস-২০১৬-এর তালিকায় প্রথম হয়েছে সিঙ্গাপুর। এ তালিকার শীর্ষের অন্য দেশগুলো হচ্ছে- নিউজিল্যান্ড (দ্বিতীয়), ডেনমার্ক (তৃতীয়), দক্ষিণ কোরিয়া (চতুর্থ), হংকং (পঞ্চম), যুক্তরাজ্য (ষষ্ঠ), যুক্তরাষ্ট্র (সপ্তম), সুইডেন (অষ্টম), নরওয়ে (নবম) ও ফিনল্যান্ড (দশম)।
তালিকায় ১৮৯তম অবস্থান আফ্রিকার সাহারা মরুভূমির দেশ ইরিত্রিয়া। এর আগের অবস্থান যুদ্ধাবস্থায় থাকা লিবিয়ার (১৮৮তম)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top