সকল মেনু

৬৯৫ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি

কক্সবাজার, ২৩ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজার বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ করা হবে।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এটি নির্মাণ করা হলে পর্যটন শিল্প বিকাশ লাভ করবে।
আজ শুক্রবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানীতে দু’টি সেতু উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, এশিয়ান হাইওয়ের সাথে বাংলাদেশ সংযুক্ত হচ্ছে শীঘ্রই। এর জন্য গুনধুমে ২ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ৮২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই মাসের মধ্যেই কাজ শুরু হবে।
এর আগে মন্ত্রী ইনানী বড় খাল ও ছোট খালের উপর নির্মিত দু’টি সেতুর উদ্বোধন করেন। এ সময় সেনা কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিকালে মন্ত্রী কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন পূর্ব সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top